বিপ্লবের মাধ্যমে সরকারের পতন ঘটাব : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের নেতারা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। শেখ হাসিনা, তাদের নেতা-মন্ত্রীদের কথা বিশ্বাস করেন না। আপনার এসব কথার উত্তর দিবেন না। বিএনপি যদি এর উত্তর দেয়, তাহলে বিএনপির মান-সম্মান যাবে।
আজ শনিবার বিকেলে রংপুরের কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত গণসমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের জবাব না দিয়ে নিজেদের পথে চলার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, আমাদের উত্তর হবে বিপ্লব। আমরা যে পথে চলছি, আগামীদিনে বিপ্লবের মাধ্যমে সরকারের পতন ঘটাব। ওরা বলতে থাকবে, আমরা চলতেই থাকব। জাতীয় সরকার গঠন করে, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে।
আমীর খসরু আরও বলেন, তাদের নাকি টাকা নাই। তেল আমদানির টাকা নাই। আওয়ামী লীগ পুরোপুরি মিথ্যাচার করছে। বাংলাদেশের অর্থনীতি আজকে খাদে পড়ে গেছে। দেশের মানুষ আজকে জমানো টাকা ভেঙে খাচ্ছে। দুর্ভিক্ষ আসার আগে আপনাকে বিদায় করে দিব। ১৯৭১ সালের আগে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আপনাকে সেই সুযোগ দেওয়া হবে না।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা আলোকিত বাংলাদেশ গড়ব। দেশকে মেরামত করতে হলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
এসময় দলের নেতাকর্মীরা সমাবেশ সফল করার মধ্য দিয়ে রংপুরে বিপ্লব ঘটিয়েছে বলে উল্লেখ করেন তিনি।