বিশিষ্ট শিক্ষাবিদ এবনে গোলাম সামাদ আর নেই
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট ড. এবনে গোলাম সামাদ ইন্তেকাল করেছেন। আজ রোববার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৯২৯ সালে জন্মগ্রহণকারী অধ্যাপক ড. এবনে গোলাম সামাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতেন তিনি।
ড. এবনে গোলাম সামাদ হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৬ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। হাসপাতালে তাঁকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। চিকিৎসার পর করোনা নেগেটিভ হয়ে তিনি বাসায় ফেরেন। রোববার সকালে নগরীর হোসনীগঞ্জ এলাকার বাসায় শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রোববার আসরের নামাজের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এবনে গোলাম সামাদের জানাজা হবে। পরে বিশ্ববিদ্যালয় কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হবে।