বিশেষ ফ্লাইটের যাত্রীদের কোয়ারেন্টিন সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে বেবিচক
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আজ শনিবার বিশেষ ফ্লাইটের যাত্রীদের কোয়ারেন্টাইন প্রক্রিয়া সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই আদেশ ২৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তি অনুসারে, সব আগত বা বহির্গামী যাত্রীর বাধ্যতামূলকভাবে পিসিআর ভিত্তিক কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। পিসিআর পরীক্ষাটি ফ্লাইট ছাড়ার ৭২ ঘণ্টার মধ্যে করতে হবে।
আগত যাত্রীদের মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিনের দুটি ডোজ প্রাপ্ত এবং সঙ্গে টিকাদানের প্রমাণসহ পিসিআর ভিত্তিক কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট বহনকারীদেরও ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করতে হবে।
স্থানীয় প্রশাসন বাড়িতে তাদের কোয়ারান্টাইন নিশ্চিত করবে।
পিসিআর ভিত্তিক কোভিড-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট বহনকারী আগত যাত্রীদের এবং ভ্যাকসিনের প্রথম ডোজ প্রাপ্ত বা এখনও ভ্যাকসিন নেননি তাদের বাধ্যতামূলকভাবে সরকার মনোনীত হোটেলগুলোতে যাত্রীদের নিজস্ব ব্যয়ে তিন দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সম্পন্ন করতে হবে।
তিন দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষ হওয়ার পরে কোভিড-১৯ পিসিআর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে। পিসিআর ভিত্তিক কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে মোট ১১ দিনের হোম কোয়ারেন্টিন শেষ করার পর যাত্রীদের ছেড়ে দেওয়া হবে। স্থানীয় প্রশাসন তাদের কোয়ারেন্টিন নিশ্চিত করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পিসিআর ভিত্তিক কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজেটিভ হলে সেক্ষেত্রে যাত্রীকে নিজস্ব ব্যয়ে সরকার মনোনীত হোটেলে আইসোলেশনে থাকতে হবে। টিকা দেওয়ার বিষয়ে নিশ্চিত হলেই সংশ্লিষ্ট এয়ারলাইনস যাত্রীদের বোর্ডিং পাস প্রদান করবে।
সরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন হোটেলগুলোতে যাত্রীদের জন্য আসন রয়েছে কি না বা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন জন্য হোটেল রিজারভেশনের প্রমাণ রয়েছে কি না তা এয়ারলাইনসের অবশ্যই নিশ্চিত করতে হবে।
সরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন হোটেলগুলোতে আসন পাওয়া না গেলে যাত্রীরা হোটেলে রিজারভেশন নিশ্চিত করার পরেই কেবল ফ্লাইটে উঠবেন।