বিয়ে করাতে রাজি না হওয়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ
মাদারীপুরের কালকিনি উপজেলায় সোনেকা জয়ধর (৫০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নবগ্রাম এলাকার দক্ষিণ চলবল গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে সোনেকার ছেলে রথিন জয়ধরকে (২৩) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোনেকা দক্ষিণ চলবল গ্রামের রাধেশ্যাম জয়ধরের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রথিন জয়ধর বিয়ে করার জন্য মাকে দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন। কিন্তু তাঁকে বিয়ে করাতে রাজি হচ্ছিলেন না সোনেকা ও তাঁর পরিবার। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে গতকাল বৃহস্পতিবার রথিন ক্ষিপ্ত হয়ে কুড়াল নিয়ে মাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। বাধা দিলে বৃদ্ধ বাবা রাধেশ্যাম জয়ধরকেও পিটিয়ে জখম করেন রথিন। পরে স্থানীয় জনতা রথিনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান গণমাধ্যমকে বলেন, স্বজনরা বলছে, পরিবার বিয়ে করাতে রাজি না হওয়ায় রথিন এই ঘটনা ঘটিয়েছেন। সোনেকা জয়ধরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।