ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষায় উপচেপড়া ভিড়, সক্রিয় দালাল চক্র
করোনার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষার প্রতিও আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। পরীক্ষার জন্য নির্ধারিত ল্যাবের সামনে উপচেপড়া ভিড় দেখা গেছে। এ সুযোগে সক্রিয় হয়ে উঠেছে স্থানীয় দালাল চক্র।
করোনা পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ছাড়াও সবকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ করা হচ্ছে। নমুনা সংগ্রহের জন্য জেলা সদরের এই হাসপাতালের বিএমএ ভবনের ফ্লু কর্নারের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বিপুল মানুষ ভিড় জমাচ্ছে।
প্রথম দিকে মানুষের তেমন আগ্রহ না থাকলেও এখন প্রতিদিন দুই শতাধিক মানুষ আসছে নমুনা দিতে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গাদাগাদি করে দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষা করেও অনেকে নমুনা দিতে না পেরে ফিরে যাচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়ে তৎপর হয়ে উঠেছে এক শ্রেণির দালাল চক্র।
নমুনা দিতে আসা লোকজন জানান, স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় দালাল চক্রটি সিরিয়াল পাইয়ে দেওয়ার নাম করে প্রতিজনের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ‘প্রতিদিনই উপসর্গ নিয়ে রোগীদের ভিড় বাড়ছে। আকস্মিকভাবে চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে। স্যাম্পল সংগ্রহে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।’
জেলায় এখন পর্যন্ত ছয় হাজার ২৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৮৬ জনের। প্রতিদিন জেলায় প্রায় দেড়শ মানুষের নমুনা সংগ্রহ করা হচ্ছে।