ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় লাশ হয়ে চাঁদপুর ফিরল পাঁচজন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দভাগ রেলস্টেশনে দুটি ট্রেনের সংঘর্ষে ১৬ যাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও হাইমচর উপজেলার পাঁচজন রয়েছে। দুর্ঘটনায় চাঁদপুর সদরের একই পরিবারের আটজন আহত হয়েছেন। বর্তমানে তাঁরা ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
চাঁদপুরের নিহত ব্যক্তিরা হলেন হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের মজিবুর রহমান (৫০) ও তাঁর স্ত্রী কুলসুমা বেগম (৪২), সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া গ্রামের প্রবাসী বিল্লাল বেপারীর মেয়ে ও শহরের নাজিরপাড়া দেওয়ান বাড়ির মোহন দেওয়ানের স্ত্রী ফারজানা (১৮), হাইমচর উপজেলার কাকলী (২০) ও মরিয়ম (৪)।
নিহত ফারজানা চাঁদপুর সদর উপজেলার বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের আসন্ন এসএসসি পরীক্ষার্থী ছিল।
ফারজানার স্বজনরা জানায়, ফারজানাসহ তার পরিবারের নয়জন খালাতো বোনের বিয়েতে গত বুধবার সিলেটে গিয়েছিল। আজ চাঁদপুরে আসার পথে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনার শিকার হয়। এ সময় ফারজানার সঙ্গে থাকা বাকি আটজন আহত হয়। বর্তমানে তারা ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ছুটে যান নিহতদের স্বজনরা। তাঁদের লাশ নিজ নিজ এলাকায় নিয়ে এলে শোকের ছায়া নেমে আসে। রাতেই তাদের দাফন করা হয়।