ভরণপোষণ দাবিতে মায়ের মামলায় ছেলে গ্রেপ্তার
মা-বাবার ভরণপোষণ আইনে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন ছেলের অবহেলায় ক্ষুব্ধ মা (৭০)। গত শনিবার (৭ জানুয়ারি) দুপুরে মামলাটি করেন তিনি। মামলার প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে তাঁর ছেলে শরিফ-উল-আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, চার বছর আগে মারা যান ওই মায়ের স্বামী। এরপর থেকে ছেলের ওপর নির্ভরশীল তিনি। অথচ, শহরের সানকিপাড়ায় বসবাস করেও তাঁর কোনো খোঁজখবর নেন না ছেলে শরিফ-উল-আলম।
মায়ের অভিযোগ, স্বামী মারা যাওয়ার পর থেকেই তাঁর ছেলে ভরণপোষণ দেওয়া দূরের কথা, জমি লিখে নিতে শারীরিকভাবে নির্যাতন করতে থাকেন। গত শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে একই দাবিতে এলোপাতাড়ি মারপিট করে জখম করেন তাঁকে। এ সময় বাসায় থাকা একটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেন শরিফ। এরপর মেরে ফেলার হুমকি দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজায় তালা লাগিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মোটরসাইকেলের আগুন নেভান।
এ ঘটনায় পরিবারের অন্য সদস্যরা ভয়ে বাড়ি ছেড়ে চলে যান। এ বিষয়ে গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় পরে মামলা করেন ওই মা।
গতকাল রোববার (৮ জানুয়ারি) কথা হয় ভুক্তভোগী মায়ের সঙ্গে। এ সময় তাঁর মুখমণ্ডলে নির্যাতনের চিহ্ন দেখা গেছে।
ভুক্তভোগী মা জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই সম্পদ লিখে না দেওয়ায় তাঁর ওপর ছেলের নির্যাতন নেমে এসেছে। তিনি চান, তাঁর ছেলে সাজা পেয়ে ভালো হোক।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, ‘ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে গত শনিবার আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় এক লাখ টাকা জরিমানা বা তিন মাস কারাদণ্ডের বিধান আছে। মামলাটি দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘সমাজে মা-বাবা বৃদ্ধ হলে তাদের প্রতি অনেক সন্তান দায়িত্ব পালন করে না। বৃদ্ধ মা-বাবা যাতে অবহেলার শিকার না হন, সেজন্য ২০১৩ সালে মা-বাবার ভরণপোষণ আইন পাস করেছে বর্তমান সরকার। এই আইনের যথাযথ প্রয়োগ হলে সমাজে সন্তানের অবহেলায় সৃষ্ট মা-বাবার দুর্দশা লাঘব হবে।’