ভাণ্ডারিয়ায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, আহত ২
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পোনা নদীতে ঢাকাগামী লঞ্চ এমভি টিপু-১২-এর ধাক্কায় গাছের চারা বোঝা একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে যায়। আজ রোববার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই ব্যবসায়ী আহত হয়েছেন।
আহতরা হলেন নাজিরপুর উপজেলার বৈঠাঘাটা এলাকার আব্দুর রশিদ (৬৫) ও কাঠালিয়া উপজেলার বড় কাঠালিয়া গ্রামের আব্দুল কুদ্দুস হাওলাদার (৬০)। তাদের বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রলারটি নদীতে নিমজ্জিত অবস্থায় আছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকাগামী এমভি ফারহান-১০ ও এমভি টিপু-১২ দুপুর আড়াইটার দিকে ভাণ্ডারিয়া লঞ্চঘাট থেকে ছেড়ে যায়। কিছুদূর গিয়েই দুই লঞ্চের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। লঞ্চ দুটি পোনা ও কচা নদীর মোহনায় পৌঁছালে টিপু-১২ লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে চারাবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলারকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে ডুবে যায়।
ট্রলারের থাকা মাসুদ জানান, ‘বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা নিয়ে ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলা বাজার থেকে নাজিরপুরের বৈঠাঘাটার উদ্দেশ্যে ট্রলারটি ছেড়ে আসে। পথে ভাণ্ডারিয়া উপজেলার পোনা নদীতে দেলোয়ার বেপারীর ইটভাটার কাছে এলে যাত্রীবাহী লঞ্চ এমভি টিপু-১২ পেছন থেকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার সময় মাসুদ এবং তার ভাই সুমন লাফিয়ে নদীতে ঝাপ দিয়ে প্রাণে রক্ষা পান।
এদিকে, বরিশাল বন্দর পরিবহন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, তিনি দুর্ঘটনার বিষয় শুনেছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।