ভাতা দেওয়ার নামে চাঁদাবাজি, পৌর কাউন্সিলর আটক
সরকারি ভাতার কার্ড দেওয়ার নামে চাঁদাবাজির অভিযোগে ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু ইউসুফ ভূঞা বাদলকে আটক করেছে র্যাব। আজ শুক্রবার বিকেলে র্যাব-৭ সিপিসি-১ ফেনীর একটি টিম কাউন্সিলরকে তাঁর বাড়ির কার্যালয় থেকে আটক করে।
কাউন্সিলর আবু ইউসুফ ভূঞা বাদলের বিরুদ্ধে বয়স্ক ভাতা, মাতৃদুগ্ধ ভাতা, বিধবা ভাতাসহ সরকারের বিভিন্ন ত্রাণ ও ভাতার কার্ড দেওয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
র্যাব-৭ সিপিসি-১-এর ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র এএসপি নুরুজাজামান জানান, কাউন্সিলর আবু ইউসুফ ভূঞা বাদল ৪১ জন মাতৃদুগ্ধ ভাতার কার্ড দেওয়ার নাম করে জনপ্রতি তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা করে চাঁদা নিয়েও কাউকে ভাতার কার্ড দেননি। এ রকম অভিযোগের ভিত্তিতে র্যাব-৭ আজ তাঁর অফিসে অভিযান চালিয়ে ৪৮ হাজার টাকাসহ তাঁকে আটক করে। তাঁকে ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।