ভাবি দিলেন ভাত, না খেয়ে শিশু ভাতিজিকে ধর্ষণ
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় তিন বছর সাত মাস বয়সী শিশু ভাতিজিকে চিপসের লোভ দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় শিশুটির আপন চাচা ইমন ফারুক বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ইমন ফারুক বাদশার বাড়ি ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নে।
পুলিশ জানায়, গত ৫ অক্টোবর দুপুরে ইমনকে ঘরে ভাত দিয়ে গোসল করতে যান তাঁর ভাবি। ওই সময় ঘরে শিশু ভাতিজি খেলছিল। ইমন ভাত না খেয়ে শিশুটিকে চিপস কিনে দেওয়ার লোভ দেখিয়ে কাছে ডেকে এনে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটির চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে বাদশা পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির মা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ছাগলনাইয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে আজ শুক্রবার বিকেলে স্বজনরা সোনাগাজী উপজেলায় পালিয়ে থাকা ইমনকে কৌশলে ছাগলনাইয়ায় ডেকে এনে পুলিশে সোপর্দ করে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান, কাল শনিবার সকালে ইমন ফারুক বাদশাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।