ভারতগামী যাত্রীর পেটে মিলল ৪৪ লাখ টাকার ৬টি স্বর্ণের বার
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতগামী যাত্রীর পেট থেকে প্রায় ৪৪ লাখ টাকা মূল্যের ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে সাতক্ষীরা শুল্ক ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ ঘটনায় ওই যাত্রীকে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার (১৭ মার্চ) বেলা ১টার দিকে ভোমরা স্থলবন্দর চেকপোস্ট থেকে ভারতে প্রবেশের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা যাত্রীর নাম শুভংকর পাল (২৫)। তিনি নড়াইল জেলার কালিয়া থানার মাওলি গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা কাস্টমস কর্মকর্তা মো. সেলিম চৌধুরী বলেন, ‘ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তিকে তল্লাশি করে শুল্ক ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। কিন্তু কিছু না পেয়ে সাতক্ষীরা ডক্টরস ল্যাব হসপিটালে নিয়ে তার দেহ স্ক্যান করা হয়। স্ক্যানে পেটের ভেতর থাকা ছয়টি স্বর্নের বার ধরা পড়ে। এরপর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৬০০ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য ৪৪ লাখ ২৩ হাজার ৮৬৮ টাকা।’
সেলিম চৌধুরী আরও বলেন, ‘আমি বাদী হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে আয়যোগ্য শুল্ক ও কর ফাঁকি দেওয়ার অভিযোগে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেছি।’
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার ওই ব্যাক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’