ভারতীয় ফ্যাক্টচেকার মোহাম্মদ জুবাইরের মুক্তি দাবিতে ঢাকায় মানববন্ধন
ভারতীয় ফ্যাক্টচেকার সাংবাদিক মোহাম্মদ জুবাইরের মুক্তি দাবি করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকার, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা। আজ শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনে এক মানববন্ধন থেকে এ দাবি তোলা হয়।
এ সময় ব্যানারে ‘বাংলাদেশ থেকে বন্ধুরা’ শিরোনামে সাংবাদিক আরিফুজ্জামান তুহিন, মো. মুক্তাদির রশিদ, আহমেদ ফয়েজ, মানবাধিকারকর্মী নুর খান লিটন প্রমুখ বক্তব্য দেন।
আরিফুজ্জামান তুহিন বলেন, ‘জুবাইরের একমাত্র অপরাধ ছিল তিনি বিজেপি ও আরএসএসের প্রপাগাণ্ডা নস্যাৎ করেছিলেন। এ জন্য তাঁর কণ্ঠ রোধ করতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
মানবাধিকারকর্মী নুর খান লিটন বলেন, ‘সারা পৃথিবীতেই গুজব রয়েছে। গুজবের বিরুদ্ধে সোচ্চার হয়ে ফ্যাক্টচেকাররা অনেক সহিংসতা রোধ করেছেন। তাই ভারতে জুবাইর গ্রেপ্তার হওয়া সারা পৃথিবীতে ফ্যাক্টচেকার সাংবাদিকদের আহত করেছে।’
গত ২৭ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ভারতের অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবাইরকে গ্রেপ্তার করে নয়াদিল্লি পুলিশ।