ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, পরিচালক ও নার্স আটক
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নার্সের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ওই প্রতিষ্ঠানটির নার্স ও পরিচালককে আটক করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা শহরের শাহাবাজপুর জেনারেল হাসপাতারে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, আজ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমনের স্ত্রীর প্রসব যন্ত্রণা উঠলে তাকে শাহাবাজপুর হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকের পরামর্শ ছাড়াই নার্স খালেদা চিৎকিসা শুরু করে। এ সময় একটি ছেলে সন্তান জন্ম নেয়। কিছুক্ষণ পর হাসপাতাল থেকে বলা হয় নবজাতকটিকে তাড়াতাড়ি ভোলা সদর হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু তখন বাচ্চাটি মৃত। পরিবারের অভিযোগ অদক্ষ নার্সের অজ্ঞতায় নবজাতকের মৃত্যু হয়েছে।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ হাসপাতালে ভিড় জমায়। জনতা উত্তেজিত হয়ে গেলে হামলার উপক্রম হয়। খবর পেয়ে পুলিশ ওই হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশ হাসপাতালের পরিচালক মো. হাসান এবং নার্স খালেদাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়।
অভিযোগ রয়েছে নার্স ও পরিচালককে ছাড়িয়ে নেওয়ার জন্য একটি মহল থানায় তদবির করছে। স্থানীয় একটি দল বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করছে। তবে এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।