ভেজালকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভেজাল মদ খেয়ে মৃত্যু বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে। ভেজালকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
আজ বুধবার রাজধানীর গুলশানে নৌ পুলিশ সদর দপ্তরে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ভেজাল মদ পান না করার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে আহ্বান জানাব, যারা মদ্য পান করেন, তারা অবশ্যই যাতে ভেজাল মদ পান না করেন।’
ভেজাল মদ উৎপাদনকারীদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোথায়, কারা, কীভাবে এ মদ উৎপাদন করে ভেজাল মদ উৎপাদন করছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের চিহ্নিত করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আল জাজিরার প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, আল জাজিরায় প্রচারিত সংবাদ ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।
আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার থেকে আর কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।