ভৈরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কামালকে (৫০) আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত কামাল কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মাইজচর এলাকার বাসিন্দা।
পরে বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্যাম্প অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। তিনি জানান, ২০০৫ সালে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থিতা নিয়ে আসামি কামাল মিয়া ও ভিকটিম রবিউল্লাহর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। নিহত রবিউল্লাহ ২০০৫ সালের ২৫ এপ্রিল অন্য একটি মামলার আসামি হিসেবে কিশোরগঞ্জ জেলা আদালতে হাজিরা দিতে যাচ্ছেন-এই খবর পেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কামাল মিয়া পূর্ব পরিকল্পিতভাবে দলবল নিয়ে বাজিতপুর পশু হাসপাতালের কাছে অবস্থান করেন। রবিউল্লাহ পশু হাসপাতালের কাছে পৌঁছামাত্র কামাল মিয়া তার দলবল নিয়ে চাপাতি, রড, ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
পরে গুরুতর আহত রবিউল্লাহকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ মে মারা যান তিনি।
এ ঘটনায় নিহত রবিউল্লাহর স্ত্রী বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় একটি হত্যা মামলা করেন।
২০১৩ সালের ১৫ নভেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এ বি এম সাজেদুর রহমান মামলার ১৩ আসামির মধ্যে কামাল মিয়াকে মৃত্যুদণ্ড দেন এবং বাকি ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। ঘটনার পর থেকেই কামাল মিয়া পলাতক ছিলেন। অবশেষে আজ র্যাবের হাতে গ্রেপ্তার হন।