ভোটের অধিকার পেতে ১৮ কোটি মানুষ রাস্তায় নেমেছে : আমীর খসরু
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের ১৮ কোটি মানুষ রাস্তায় নেমেছে ভোটের অধিকার ফিরে পেতে। ভোট চুরি, গুম, খুন, হামলা-মামলা করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে সরকার। ভোট চুরি করে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে সরকার। রাজনীতিতে পরাজিত হয়ে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে সরকার।’
ময়মনসিংহ পলিটেকনিক মাঠে আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘মানুষ দুবেলা খেতে পায় না। তাদের (সরকার) চুরির কারণে গ্যাস বিদ্যুতের উচ্চমূল্য দিতে হচ্ছে। দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সরকার।’ সরকারের পক্ষভুক্ত প্রশাসনের কতিপয় কর্মকর্তাদের জনগণের বিরুদ্ধে কোনো অবস্থান না নিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মামলা, গ্রেপ্তার ও হত্যা করে বিএনপিকে থামানো যায়নি, রক্ত যখন দিয়েছি আর থামানো যাবে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরিফুল আলম, কেন্দ্রীয় কমিটির জলবায়ু সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলার আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ স্থানীয় নেতারা।