ভোলায় জামাই-শ্বশুরসহ পৃথক দুর্ঘটনায় নিহত ৩
ভোলার বোরহানউদ্দিনের কুঞ্জেরহাটে বাসচাপায় মোটরসাইকেলআরোহী জামাই-শ্বশুর এবং ভোলা সদরের ইলিশায় পিকআপচাপায় ভ্যানচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটের বৈদ্যর পোল এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহত হয়েছেন মো. মনির শরীফ (৫০) ও মো. আজগর আলী (৩০)। মো. মনির শরীফ সম্পর্কে মো. আজগর আলীর শ্বশুর।
পুলিশ জানায়, জামাই-শ্বশুর দুজনই মোটরসাইকেলযোগে আত্মীয়ের জানাজায় যাচ্ছিলেন। এসময় ভোলা থেকে যাত্রী নিয়ে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যাওয়া বুশরা নামের বাসটি ঘটনাস্থলে এলে মোটরসাইকেলটিকে পাশ দিয়ে চাপা দেয়। ফলে মোটরসাইকেলসহ আজগর আলী ও মনির বাসের নিচে চাঁপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে ভোলা সদর উপজেলার ইলিশায় পিকআপচাপায় পিষ্ট হয়ে মো. আরিফ (৩০) নামের এক ভ্যানচালক গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. রাজীব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেল আরোহী জামাই-শ্বশুর ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় পুলিশ বাসটি জব্দ করেছে। চালক ও সহকারী পালিয়ে গেছে। মরদেহগুলো উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’