মতিঝিলে এনসিটিবি ভবনের ছয় তলায় আগুন
রাজধানীর মতিঝিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ১২ তলা ভবনের ছয় তলায় আগুনের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকতা খালেদা বেগম এনটিভি অনলাইনকে বলেন, কীভাবে পাঠ্যপুস্তক বোর্ডের ১২ তলা ভবনে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে যায়। কিছুক্ষণ পর তা নিয়ন্ত্রণে আসে। বিস্তারিত পরে জানানো যাবে।