মনোহরদীতে বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
নরসিংদীর মনোহরদীতে বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার গোতাশিয়া নূরুল মজিদ হুমায়ূন উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।
জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন প্রকল্পের অধীনে তিন কোটি টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবনটি নির্মাণ করা হচ্ছে।
গোতাশিয়া নূরুল মজিদ হুমায়ূন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।