মসজিদের পুকুরে অজু করতে গিয়ে লাশ ভাসতে দেখলেন মুসল্লিরা
ফেনীর সোনাগাজী উপজেলায় পুকুর থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার এলাকায় একটি মসজিদের পুকুর থেকে আজ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ফজরের নামাজের সময় তাকিয়া বাজারে মসজিদের পুকুরে অজু করতে যান মুসল্লিরা। এ সময় পুকুরে একটি লাশ ভাসতে দেখে বগাদানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইছহাক খোকনকে খবর দেন তাঁরা। পরে ইছহাক খোকন ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল পলাশ জানান, এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এখনো তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।