মাইক্রোবাস চাপায় স্বামী নিহত, আহত স্ত্রীসহ দুই মেয়ে
গাজীপুরের কাপাসিয়ায় মাইক্রোবাসের চাপায় মো. ডালিম মিয়া (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতের স্ত্রী ও দুই মেয়ে শিশু আহত হয়েছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) কাপাসিয়া সদরের সূর্য নারায়ণপুর স্কুল গেটের সামনে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ডালিম মিয়া মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার বাসাইল গ্রামের মৃত মো. ইউসুফের ছেলে। আহতরা হলেন- ডালিম মিয়ার স্ত্রী তানিয়া (৩০), মেয়ে তানিশা (৩) ও অনিমা (৩ মাস)। ঋণের কিস্তি পরিশোধে তারা ব্যাংকের যাচ্ছিল বলে জানা গেছে।
কাপাসিয়া থানার এসআই নাহিদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশের এই এসআই জানান, কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামে শৈশবকাল থেকে বসবাস করতেন ডালিম মিয়া। মঙ্গলবার দুপুরে ঋণের কিস্তি পরিশোধ করতে পার্শ্ববর্তী গ্রামীণ ব্যাংকে সপরিবারে যাচ্ছিলেন তিনি। সূর্য নারায়ণপুর স্কুল গেটের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন তারা। এ সময় বেপরোয়া গতিতে ঢাকাগামী একটি মাইক্রোবাস ডালিম ও তার পরিবারের অন্য সদস্যদের চাপা দেয়। এতে পরিবারটির সকল সদস্য গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডালিম মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবির বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’