মাগুরায় নির্বাচন পরবর্তী সহিংতায় নিহত ১, আহত ৪
মাগুরার শালিখা উপজেলার শাবলাট গ্রামে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন পরবর্তী সহিংসতায় শরীফুল ইসলাম মোল্যা (৫০) নামের আওয়ামী লীগের এক সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলেসহ গুরুতর আহত হয়েছেন আরও চার জন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ ঘটে।
শরীফুল ইসলাম শাবলাট গ্রামের মৃত ইব্রাহিম মোল্যার ছেলে। আহত ব্যক্তিরা হলেন, শরীফুল ইসলাম মোল্যার ছেলে রাজীবুল হোসেন রাজীব (৩০), চান আলী মোল্যার ছেলে বদরুদ্দিন মোল্যা (৪৫), সাহাদৎ মোল্যার ছেলে আনিছুর রহমান (৪৫) ও মৃত বিশারত মোল্যার ছেলে মহাব্বত আলী মোল্যা (৩৫)।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস ও আহত রাজীব জানান, আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শরীফুল মোল্ল্যাসহ কয়েক জন শাবলাট বাজারে বসে ছিলেন। এ সময় একই গ্রামের আইয়ুবের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একদল লোক অর্তকিত তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র-শস্ত্র, লাঠিসোটা নিয়ে তাঁদের মারপিট ও কুপিয়ে আহত করে। এতে শরীফুল ও তাঁর ছেলেসহ পাঁচ জন আহত হন। তাঁদের বেলা সাড়ে ১১টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. শাহীনূর রহমান সোহাগ শরীফুল ইসলাম মোল্যাকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া শরীফুলের ছেলে রাজীবসহ চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আনিছুর রহমান, মহাব্বত আলী ও বদরুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।
স্থানীয় নাজমুল নামের এক ব্যক্তির দাবি, গত ২৮ নভেম্বর তালখড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মো. সিরাজুদ্দিন মণ্ডল চেয়ারম্যান পদে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে একই দলের বিদ্রোহী মো. শামছুর রহমান চশমা প্রতীক নিয়ে নির্বাচন করেন। এরপর চশমা প্রতীকের সমর্থক আইয়ুব নৌকা প্রতীকের সমর্থকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। আজ শনিবার সকালে শাবলাট বাজারে চায়ের দোকানে বসে থাকার সময় ওই চশমা প্রতীকের সমর্থকেরা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।