মাদারীপুরের তিন হাসপাতালকে ১৫ হাজার টাকা জরিমানা
মাদারীপুরের রাজৈর উপজেলায় তিনটি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার টেকেরহাট বন্দর এলাকার এসব প্রতিষ্ঠানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর এলাকায় লাইসেন্সবিহীন হাসপাতাল পরিচালনা ও পরিষ্কার পরিছন্নতা না থাকায় টেকেরহাট হেলথ কেয়ার, অ্যাপোলো হাসপাতাল এবং ইউকে হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির জানান, ক্লিনিক বা প্রাইভেট হাসপাতালগুলোকে সরকারের নীতিমালার মধ্যে ফিরিয়ে আনতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।