মাদারীপুরে কিশোরীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্ত ছাড়াই দাফন
ফ্যানের সঙ্গে ঝুলে ছিল কিশোরীর মরদেহ। অথচ খাটের সঙ্গে পা খানিকটা স্পর্শ করে ছিল ভাঁজ হয়ে। এমন একটি মৃত্যুর ঘটনা ঘটেছে মাদারীপুরের কালকিনিতে। বলা হচ্ছে—আত্মহত্যা। ওই কিশোরীর নাম বৈশাখী আক্তার লাবণী (১৬)। এ বছর তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
এদিকে এমন একটি মৃত্যুর ঘটনায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি দাফন করা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে এলাকাজুড়ে উঠেছে নানা প্রশ্ন।
জানা গেছে, লাবণী তার মায়ের সঙ্গে পশ্চিম আলীপুর আমির সরদারের বাজারে মুদি দোকানে ব্যবসা করত। দুপুরে সে তার মাকে দোকানে রেখে বাড়িতে চলে আসে। সোমবার বিকেলে ফোনে না পেয়ে লাবণীর মা তার (লাবণীর) মামী পপি আক্তারকে খোঁজ নিতে বলেন। এসময়ে পপি আক্তার গিয়ে লাবণীকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসেন বলেন, ‘এ ব্যাপারে অপমৃত্য মামলা হয়েছে। তবে, মৃতের পরিবার ময়নাতদন্তে রাজি না হওয়ায় মরদেহ মর্গে পাঠানো হয়নি।’