মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাদারীপুরের রাজৈরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সানেরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলচালক পলাশ মাতব্বর (৩০) উপজেলার মোল্লাদি গ্রামের কালু মাতব্বরের ছেলে। অপরজন আফরোজা আক্তার (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা একটি বাস টেকেরহাট থেকে মোল্লাদিগামী মোটরসাইকেল চাপা দেয়। এ সময় মোটরসাইকেলচালক ও আরোহী দুজনই ঘটনাস্থলে নিহত হন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে।