মানিকগঞ্জে ইফতার মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জে রোববার (১৬ এপ্রিল) দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা সদরের গিলন্ড এলাকায় এই ইফতার মাহফিলের আয়োজন করে।
ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
এসময় হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘রাজনীতি হচ্ছে স্বেচ্ছাসেবী পেশা। রাজনীতিতে এসে অনেকে ভুলে যান কেন রাজনীতিতে এসেছেন। আওয়ামী লীগের লোকেরাও রাজনীতি করেন। আজ দেশের মানুষ খেতে পায় না। গরীব মানুষেরা মাসে একবার সন্তানদের মাংস খাওয়াতে পারে না। অথচ ওই দলের (আওয়ামী লীগ) যাঁরা চিকন ছিলেন, তাঁরা এখন মোটা হয়েছেন। রাজনীতির নামে লুটপাট করে আজকে তাঁরা ভালো আছেন, আর দেশের মানুষ খারাপ আছেন।’
এতে সংগঠনটির ঢাকা ও ফরিদপুর বিভাগ এবং এসব বিভাগের জেলা পর্যায়ের বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চু্য়ালি যুক্ত হন। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো জিন্নাহ্ খানসহ কেন্দ্রীয় এবং ঢাকা ও ফরিদপুর বিভাগীয় বিএনপি ও অঙ্গসংগঠনের জ্যেষ্ঠ নেতারা দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।