মানিকগঞ্জ জেলা বিএনপির বিশেষ সাধারণ সভায় ঐক্যের আহ্বান
মানিকগঞ্জ জেলা বিএনপির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪ মার্চ) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকার মুন্নু সিটিতে জেলা বিএনপির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীদের ঐক্যের আহ্বান জানানো হয়।
সভায় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সহসভাপতি আজাদ হোসেন খান, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির ও সাংগঠিনক সম্পাদক নূরতাজ আলম বাহারসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আফরোজা খান রিতা বলেন, ‘সামনে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। আন্দোলন সংগ্রাম করতে হলে সবাইকে একসঙ্গে থাকতে হবে। কারণ, আন্দোলন সফল করতে হলে ঐক্যের বিকল্প নেই।’