মামলার সাক্ষী দেওয়ায় কাঁটা তারে বন্দি ৪ পরিবার
মাদারীপুরের কালকিনিতে প্রায় দেড় মাস ধরে কাঁটা তারের বেড়ায় বন্দি হয়ে দিন কাটাচ্ছে চারটি পরিবার। মামলায় সাক্ষী দেওয়ায় এমন মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে তারা। ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। তবে ওঠেনি কাঁটা তারের বেড়া।
আজ বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে তাদের বন্দি জীবন।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রমজানপুর এলাকার উত্তর চর আইরকান্দি গ্রামের সুজন শিকদার বাদী হয়ে প্রায় ১২ বছর আগে একই এলাকার তাইজুল ইসলামের বিরুদ্ধে মাদারীপুর কোর্টে একটি মারামারির মামলা দায়ের করেন। এ মামলায় সুজনের পক্ষে সাক্ষী দেন একেই বাড়ির জাহাঙ্গীর শিকদার, মনির শিকদার ও শওকত শিকদার। এতে মামলার আসামি তাইজুল ইসলামের নেতৃত্বে সালমান ও সাকিল মিলে ওই তিনজনসহ নাসির শিকদারের বসতঘরের চারপাশে কাঁটা তারের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়।
এতে ওই চার পরিবারের ৩৫ সদস্য ঘর থেকে বের হতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন।
এ ঘটনায় ভুক্তভোগী সুজন বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযুক্ত তাইজুল ইসলাম বলেন, ‘আমার জমিতে আমি বেড়া দিয়েছি। তাতে কার কী আসে যায়?’
কালকিনি থানার উপপরিদর্শক মো. রাজিব হোসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’