মায়ের পা ধোয়ার মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়!
চাঁদপুরের হাইমচর উপজেলার বাজাপ্তী রমনি মোহন উচ্চ বিদ্যালয়ে মায়েদের পা ধুয়ে দেওয়ার মধ্য দিয়ে ১০০ এসএসসি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠিত হয়েছে।
ব্যতিক্রমী এ বিদায়ের দিনে শিক্ষার্থীরা তাদের মায়ের পায়ে হাত রেখে পা ধুয়ে দেয়। এ সময় মায়েরা তাদের সন্তানদের বুকে টেনে নিয়ে কাঁদতে থাকেন। আবেগে আপ্লুত হয়ে উপস্থিত সবার চোখে জল নেমে আসে। ব্যতিক্রমী এ আয়োজনে মায়েদের প্রতি সন্তানের ভালোবাসা ফুটে উঠেছে।
গতকাল সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে এসএসসি পরীক্ষার্থীদের মায়েদের পা ধুয়ে দেওয়া ও দোয়া গ্রহণের মধ্য দিয়ে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগম।
ইউএনও তাঁর বক্তব্যে বলেন, ‘একজন মা তাঁর সন্তানের জন্য যে পরিমাণ পরিশ্রম করে তার বাবা ততটা পরিশ্রম করে না। একজন মা তাঁর সন্তানকে জীবন দিয়ে আগলে রাখেন। মায়ের কাছে সন্তান সবচাইতে বেশি নিরাপদ। সেই মায়ের পা ধুয়ে দেওয়া তোমাদের ভাগ্যের ব্যাপার। এ পা ধুয়ে দেওয়ার মধ্য দিয়ে আমি আশা করি তোমাদের মায়ের প্রতি আরো শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে যাবে। তোমরা কখনো মাদেরকে অবহেলা করবে না। মা যতটা পরিশ্রম করে তোমাদের সেবা করে, তোমরা মায়েদের প্রতি ঠিক ততটা যত্নবান হবে।’
ফেরদৌসী বেগম বলেন, ‘যে সন্তানের ওপর তার মায়ের আশীর্বাদ থাকে সেই সন্তান সব কিছুতেই সফলতা অর্জন করতে পারে। তাই আমার বিশ্বাস এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মায়ের দোয়ায় নিজেরা সফলতা অর্জন করে মা-বাবা তথা এ বিদ্যালয়ের সুনাম অর্জন করবে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খাঁন, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম প্রমুখ।