মিরপুরে ফার্নিচারের গুদামে আগুন
রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনের পূর্ব মনিপুরে একটি ফার্নিচারের গুদামে আগুন লেগেছে। আজ রোববার বিকেল ৫টার দিকে এ আগুন লাগে।
আজ রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম।
লিমা খানম বলেন, ‘আগুন লাগার খবর পাওয়া মাত্রই আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারপর থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিস। সর্বশেষ ৬টা ৩৫ মিনিটে আগুন নির্বাপণ করা সম্ভব হয়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত প্রতিবেদন এলে বিস্তারিত জানা যাবে।’
‘আগুনে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে সেই তথ্যও আমরা জানতে পারিনি। এ ছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি’, যোগ করেন লিমা খানম।