মিরপুরে বিএনপির সঙ্গে আ.লীগ-পুলিশের সংঘর্ষ
রাজধানীর মিরপুরের পল্লবীতে সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত সংঘর্ষ চলছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও দলীয় তিনকর্মীর নিহতের প্রতিবাদে আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-৬ এলাকায় সমাবেশের আয়োজন করে বিএনপি। বিকেল তিনটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলে দুপুর একটায় সমাবেশ করার অনুমতি পায় দলটি। পরে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, দুপুর একটার সময় সমাবেশ করার জন্য ডিসি সাহেব আমাদের অনুমতি দিয়েছেন। অনুমতি পাওয়ার পর আমাদের নেতাকর্মীরা সমাবেশস্থলে মাইক ও অস্থায়ী স্টেজ বানানোর সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। পরে বিএনপির নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলতে চাইলে আওয়ামী লীগের হয়ে পুলিশ আমাদের লোকদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর টিয়ারশেল ও গুলি নিক্ষেপ করে। এখনও হামলা চলছে। এখন মিরপুর ১০ থেকে মিরপুর-১২ পর্যন্ত গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে। এতে আমাদের অনেক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এ ঘটনা অবহিত করতে ঢাকা পুলিশ কমিশনার অফিসের উদ্দেশ্য মিরপুর থেকে রওনা দিয়েছেন।