মিরসরাইয়ে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩
চট্টগ্রামের মিরসরাইয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় বারইয়ারহাট পৌরসভার মেয়র আওয়ামী লীগনেতা রেজাউল করিম খোকনসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বালু তোলাকে কেন্দ্র করে আজ শুক্রবার দুপুরে উপজেলার ওচমানপুর মুহুরী প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, ফেনী নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মিরসরাই বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন ও ফেনীর ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপনের মধ্যে বিরোধ চলে আসছিল। কয়েকদিন ধরে দুই গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। আজ সকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর দুপুরে ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের হাতে পৌর মেয়র রেজাউল করিম খোকনসহ তিনজন গুলিবিদ্ধ হন।
অপর দুজন হলেন বারইয়ার হাট পৌর আওয়ামী লীগনেতা অশোক সেন ও ওচমানপুর ইউনিয়ন যুবলীগনেতা শহীদ খান।
স্থানীয় লোকজন গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে মিরসরাই মাস্তান নগর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।
চিকিৎসক ডা. মাহমুদা আক্তার জানিয়েছেন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন পেট, কোমর ও কাঁধসহ একাধিক স্থানে গুলিবিদ্ধ হয়েছেন। অন্য দুজনকে কুপিয়ে আহত করা হয়েছে।
এ বিষয়ে জানতে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন ও পরিদর্শক (তদন্ত) খায়রুল আলমের সঙ্গে মুঠোফোনে বারবার চেষ্টার পরও যোগাযোগ সম্ভব হয়নি।