মিলন মেলায় বীর মুক্তিযোদ্ধাদের উচ্ছ্বাস
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মানিকগঞ্জে শুরু হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের দুদিনব্যাপী মিলন মেলা। সুসজ্জিত মাঠে বীরদের জন্য তৈরি মঞ্চের সামনে আনন্দে মেতেছেন তাঁরা। আনন্দ-উচ্ছ্বাসের মধ্যে চলছে স্মৃতি রোমান্থন। মিলনমেলায় আছে আলোচনা সভাসহ নানা পর্বের অনুষ্ঠানমালা।
এরই মধ্যে উদ্বোধন হয়েছে মেলার কার্যক্রম। সকাল সোয়া ১১টায় মিলন মেলার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক।
শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আয়োজিত মিলন মেলায় অংশ নিচ্ছেন ঢাকা পশ্চিমাঞ্চলের ২১টি উপজেলার আড়াই হাজার মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যেরা। এ উপলক্ষ্যে সকাল থেকেই ছিল বাড়তি নিরাপত্তা।
ঢাকা পশ্চিমা অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলার আয়োজক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য বেনজীর আহমেদ জানিয়েছেন, স্বাধীনতার ৫০ বছর এবং জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মিলন মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বীর মুক্তিযোদ্ধারা মিলিত হয়েছেন। তাঁরা এ আয়োজনে উচ্ছ্বসিত।
কমিটির সদস্য মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন বলেন, ‘মিলন মেলা সফল করতে বেশ কয়েকটি উপ-কমিটি কাজ করছে।’
নিরাপত্তা প্রসঙ্গে গতকাল শুক্রবার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘৫ মার্চ মুক্তিযোদ্ধাদের মিলন মেলা উপলক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৮০০ পুলিশ সদস্য মাঠ ও মাঠের বাইরে নিয়োজিত থাকবেন। নির্ধারিত কার্ড দেখাতে না পারলে কেউ মাঠে প্রবেশ করতে পারবেন না।’