মুকিতের অপসারণ চেয়ে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ পাওয়া মহিবুল হাসান মুকিতের পরিবারের বিরুদ্ধে জামায়াতে ইসলামী সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর তাঁকে অপসারণ চেয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে। আজ শনিবার পলাশবাড়িতে এ কর্মসূচি পালন করেন ‘পলাশবাড়ী রণাঙ্গণের মুক্তিযোদ্ধারা’।
মাসববন্ধন থেকে বলা হয়, জামায়াত পরিবারের সন্তান মহিবুল হাসান মুকিতকে পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অপসারণ করতে হবে।
এদিকে মুকিতের পরিবারের জামায়াত সংশ্লিষ্টতা নিয়ে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো প্রতিবেদনে মুকিতের পরিবারে জামায়াত সংশ্লিষ্টতা বিষয়ে সাক্ষ্য দেওয়া ২৮ জনের অধিকাংশেই জানিয়েছেন মুকিতের পরিবারের জামায়াত সংশ্লিষ্টতা ছিল।
গাইবান্ধা জেলা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস উল আলম হীরু বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদন আমার নিকট জমা দিয়েছিলেন আহ্বায়ক অ্যাডভোকেট সুলতান আলী মণ্ডল। সেই প্রতিবেদনটি কেন্দ্রে প্রেরণ করেছি। এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে।’
তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানান যায়, সাক্ষ্য দেওয়া কোনো ব্যক্তি মুকিতের পরিবারের সঙ্গে জামায়াত সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেননি। কেউ কেউ তাঁর পরিবারের জামায়াত সংশ্লিষ্টতা নিয়ে নিশ্চুপ থাকলেও অধিকাংশ সাক্ষী তাঁর পরিবারের সঙ্গে জামায়াত সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন।