মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন
সিলেটে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার গৌরব ও সম্মানের সঙ্গে পালিত হয়েছে।
সকালে হজরত শাহজালাল (র.)-এর মাজার এলাকায় এম এ জি ওসমানীর সমাধিস্থলে বাংলাদেশ সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক এবং কমান্ড্যান্ট এসআইঅ্যান্ডটি মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী যথাযথ সামরিক মর্যাদায় পুস্পস্তবক অর্পণ করেন।
একই সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকসদল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। শেষে তাঁর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
এতে সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।