মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল : মুক্তিযুদ্ধমন্ত্রী
মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ শনিবার চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। বেলা ১২টায় এই ভবন উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘যার জন্ম না হলে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ পেতাম না, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল, তারা হলেন বীর মুক্তিযোদ্ধা। তাদের কথা চিন্তা করে সরকার আজ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন তৈরি করছে।’
জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের এতিমখানা পাড়ায় তিনতলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণে ব্যয় হয়েছে দুই কোটি ৪৫ লাখ ২১ হাজার টাকা।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলি আজগর টগর, পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম মালিক প্রমুখ।