মুন্সীগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগ, আহত ৪
মুন্সীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সহিংসতার অভিযোগ উঠেছে। এতে চার জন আহত হয়েছেন। গজারিয়ায় হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপনির্বাচন ঘিরে আজ রোববার এ ঘটনা ঘটে। এ সময় একটি প্রাইভেটকারে ভাঙচুর চালায় হামলাকারীরা।
আহতরা হলেন—পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাহবুব মিয়া (৩৪), তাঁর ভাতিজা রিয়াদ (২৫), ইমন (১৮) ও গাড়িচালক শুভ (২৬)।
মাহবুব মিয়ার দাবি, তিনি আজ সকাল সাড়ে ১১টার দিকে গাড়িতে করে ব্যক্তিগত কাজে ঢাকা যাওয়ার উদ্দেশে রওনা হন। এ সময় তাঁর সঙ্গে চারজন ছিলেন। পথিমধ্যে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক মিঠুর ভাতিজা তুরিনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন তাদের অনুসরণ করছেন। বিষয়টি বুঝতে পেরে তিনি মুঠোফোনে পুলিশের সহায়তা চান। এরই মধ্যে তাদের গাড়ি জামালদী বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
মাহবুব আরও দাবি করেন, হামলা চালিয়ে তাদের মারধর ও গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকি দুজনকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরশাদ কবির বলেন, ‘আমাদের হাসপাতালে মাহবুব ও রিয়াদ নামে দুজন রোগী আসে। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।’
এ বিষয়ে বিজয়ী চেয়ারম্যান মনিরুল হক মিঠুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘মাহবুব ও তাঁর ভাই শাহপরানের নেতৃত্বে গত কয়েকদিন ধরে তাঁর বেশ কয়েকজন সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এসব কারণে এলাকাবাসী তাদের ওপর ক্ষুব্ধ ছিল। উত্তেজিত জনতা তাদের অবরুদ্ধ করে রেখেছিল, তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি।’
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলী বলেন, ‘এ রকম একটি খবর পেয়েছি, তবে এখনও পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’