মুন্সীগঞ্জে দ্বৈত প্রেমের বিরোধে স্কুলছাত্রী খুন, আটক ১
মুন্সীগঞ্জ সদরে প্রেমের বিরোধে দ্বন্দ্বের জেরে স্কুলছাত্রী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (৪ জানুয়ারি ২০২৩) সন্ধ্যায় সদর থানায় এভিজেএম স্কুলশিক্ষার্থী জেসির বড় ভাই শাহরিয়ার জিদান বাদী হয়ে দুজনকে আসামি ও অজ্ঞাত পরিচয় আরও কয়েকজন উল্লেখ করে হত্যা মামলা করেছেন।
মামলায় জেলা শহরের ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য আরিফুর রহমানের ছেলে বিজয় রহমান (২২) ও পঞ্চসার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহিদ হাসানের মেয়ে আদিবা আক্তারকে (১৯) আসামি করা হয়েছে। এর মধ্যে পুলিশ আদিবাকে আজ দুপুরে আটক করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব জানান, ‘আদিবা ও জেসি উভয়ের সঙ্গেই প্রেমের সম্পর্ক আছে অভিযুক্ত বিজয়ের। সম্প্রতি বিজয় আদিবাকে বিয়ের পরিকল্পনা করছিল বলে জানতে পারে জেসি। এরপর জেসি রাগান্বিত হয়ে ওঠে। বিজয়ের অপর প্রেমিকা আদিবাকে জেসি ও বিজয়ের মধ্যকার একান্ত আলাপচারিতার ম্যাসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট পাঠায়। সেটি দেখে আদিবা বিজয়কে প্রশ্নবিদ্ধ করে। পরে গতকাল তারা সিদ্ধান্ত নেয় বিজয়ের বাসায় এ নিয়ে ফয়সালা করার। পরে তারা ৩ জন গতকাল সন্ধ্যায় একসাথে বিজয়ের বাসার পাঁচ তলার ছাদে সন্ধ্যার দিকে মিলিত হয়। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আদিবা ও বিজয় জেসির শরীরের বিভিন্ন অংশে কিল-ঘুষি মেরে জখম করে। ধস্তাধস্তির একপর্যায়ে বিজয় জেসির গলা চেপে ধরলে ঘটনাস্থলেই সে অচেতন হয়ে পড়ে৷ পরে বিজয় স্থানীয় আরও কয়েকজনের সহায়তায় জেসিকে হাসপাতালে নিয়ে আসে এবং পরিকল্পিতভাবে ডাক্তারকে জানায় সে ছাদ থেকে পড়ে গেছে। এরই মধ্যে জেসি মারা যায়।
সুমন দেব আরও জানান, এ ঘটনার জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পৌরসভার মধ্য কোর্টগাঁও এলাকার সৌদি আরব প্রবাসী সেলিম মাহমুদের মেয়ে আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাইস্কুলের শিক্ষার্থী জেসি মাহমুদকে (১৭) মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। তবে এ সময় ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৈবাল বসাক জানান, সন্ধ্যা ৬টার দিকে অচেতন অবস্থায় মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসে তার ভাই পরিচয় দেওয়া এক যুবক। এ সময় মেয়েটি অচেতন অবস্থায় ছিল। তার অবস্থার অবনতি দেখা দিলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।