মেহেরপুরে ভোট পুনঃগণনার দাবিতে মানববন্ধন
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড যতারপুর গ্রামের ভোট পুনঃগণনার জন্য মানববন্ধন করেছে নৌকার প্রার্থী ও সমর্থকরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃত্বে দেন মহাজনপুর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী রেজাউর রহমান নান্নু।
মানববন্ধনে রেজাউর রহমান নান্নু বলেন, ‘যতারপুর গ্রামে ১ ও ২ নম্বর কেন্দ্রে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. হোসেন মিলুর লোকজন ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র দখল করে নৌকার এজেন্টদের দায়িত্ব পালনে বাধা দেয়। সেইসঙ্গে ভোট গণনা পরবর্তীতে কেন্দ্রে কোনো ফলাফল ঘোষণা করা হয়নি। ভোট গণনার দুই ঘণ্টা পরেও পোলিং কর্মকর্তার স্বাক্ষরিত কোনো শিট দেওয়া হয়নি। পরে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ফলাফল ঘোষণা করা হয়েছে। তাই আমি অবিলম্বে উক্ত দুটি কেন্দ্রে ভোট গণনা অনিয়মের সঠিক তদন্ত দাবি করছি।’
মানববন্ধনের পরে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। এ সময় মহাজনপুর এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।