মোংলার সড়কে অ্যাম্বুলেন্সচালক নিহত, আহত ৩
বাগেরহাটের মোংলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়েছে। এতে অ্যাম্বুলেন্সের চালক নিহত হন। এ ছাড়া অ্যাম্বুলেন্সে থাকা শিশুসহ তিনজন আহত হয়েছে।
আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মোংলা বন্দর শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চালক হারেজ মিয়া (৩৫) যশোর সদরের ভেকুটিয়া এলাকার খন্দকার আমির হোসেনের ছেলে। তবে, হারেজ খুলনার বৈকালীতে বসবাস করতেন। দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সটি খুলনা আদদ্বীন হসপিটালের।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. আরবেজ আলী বলেন, ‘খুলনা থেকে ছেড়ে আসা মোংলাগামী অ্যাম্বুলেন্সটি আজ সকাল ৭টার দিকে শিল্প এলাকায় দাঁড় করিয়ে ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে চালক মারা যান। সকাল ৮টার দিকে চালকের মরদেহ উদ্ধার করে মোংলা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হাদিউজ্জামানের কাছে হস্তান্তর করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।’
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ‘ওই অ্যাম্বুলেন্সে থাকা শিশুসহ তিনজন কম-বেশি আহত হয়েছে। তাদেরকে সেখান থেকে উদ্ধারের পর বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের শারীরিক অবস্থা তেমন গুরুতর নয়।’
দুর্ঘটনাটি রাস্তার পাশে হওয়ার কারণে মোংলা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা আরবেজ আলী।
মোংলা থানার এসআই মো. হাদিউজ্জামান বলেন, ‘ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্স চালকের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’