মোংলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির উদ্বোধন ১৫ আগস্ট
মোংলা পৌর মার্কেট কাম কমিউনিটি সেন্টার ও পৌর কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় ভবনের সম্মুখ দেওয়ালে বঙ্গবন্ধুর বিশাল প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। চলছে প্রতিকৃতির সৌন্দর্য বর্ধনের কাজ। ১৬ ফুট দীর্ঘ ও ১২ ফুট প্রস্থের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাদাকালো এ প্রতিকৃতিটি নির্মাণ করেছেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান।
পৌর মেয়র বলেন, আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী। তাই বঙ্গবন্ধুর স্মরণে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশাল এই প্রতিকৃতিটি নির্মাণ করা হয়েছে। প্রতিকৃতিটির আরও সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। আগামী ১৫ আগস্ট তা না হলে তার একদিন আগে প্রতিকৃতিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন তিনি। মোংলায় বঙ্গবন্ধুর এত বড় প্রকৃতি নির্মাণ এই প্রথম।