মোংলায় শীতার্তদের মাঝে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কম্বল বিতরণ
মোংলায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লি. (বিআইএফপিসিএল)। মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের আওতায় আজ শনিবার সকাল ১০টায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বন্দর শিল্প এলাকার দিগরাজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩৭৫টি পরিবারকে কম্বল দেওয়া হয়।
বিআইএফপিসিএল'র উপ-প্রকল্প পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আবসার উদ্দীন আহমেদ। আরও উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) সিদ্ধার্থ মণ্ডল, ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) জি.এম তারিকুল ইসলাম ও বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস।
জি.এম তারিকুল ইসলাম বলেন, চলতি শীত মৌসুমে তাপ বিদ্যুৎ কেন্দ্রের চারপাশের ১৩টি ইউনিয়নের ছয় হাজার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত ৩ জানুয়ারি থেকে শুরু করে সপ্তাহব্যাপী বাগেরহাটের রামপালের ১০টি, খুলনার দাকোপের দুইটি ও মোংলার একটি ইউনিয়নের মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এর আগেও এ এলাকায় ১৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া সুপেয় পানির ব্যবস্থা ও শিক্ষা সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্থানীয়দেরকে নানাভাবে সেবা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, এ তাপ বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যাওয়ার পর লভ্যাংশের ৩ শতাংশ (শতকরা ৩ ভাগ) অর্থ স্থানীয়দের উন্নয়নে ব্যয়ের কথা থাকলেও উৎপাদনের যাওয়ার অনেক আগে থেকেই আমরা তাদের উন্নয়নে কাজ করছি। ভবিষ্যতেও এ প্রকল্পের আশপাশের মানুষের জীবনমান উন্নয়নে কর্মকাণ্ড অব্যাহত থাকবে।