মৌলভীবাজারে ‘জয়বাংলা ঘুড়ি উৎসব’
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে মৌলভীবাজারে ‘জয়বাংলা ঘুড়ি উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ১৩০টি ঘুড়ি নিয়ে শিশু ও কিশোররা অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান।
ঐতিহাসিক দিবস উপলক্ষ্যে এর আগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ।