মৌলভীবাজারে ভারতীয় অবৈধ পণ্যসহ আটক ৩
মৌলভীবাজার সদরের শেরপুর থেকে বিপুল ভারতীয় অবৈধ পণ্যসহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জব্দ করা ওই সব পণ্যের দাম প্রায় ১৩ লাখ টাকা বলে দাবি পুলিশের।
আটক হওয়া ব্যক্তিরা হলেন—জাহাঙ্গীর আলম (৩২), ট্রাকচালক নাছিম উদ্দিন (২২) ও কাভার্ড ভ্যানচালক ফজলু মিয়া (২৫)।
আটক করা পণ্যের মধ্যে রয়েছে—তিন হাজার ২৪০টি স্কিন ব্রাইটেনিং ক্রিম, ২৭০টি স্কিন ব্রাইটেনিং মেডিকেটেড সোপ এবং পাঁচ হাজার ৬০০টি বেটনোভেট এন ক্রিম। এসবের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ ৬০ হাজার ৭০০ টাকা।
গোয়েন্দাসূত্র জানায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামানের নেতৃত্বে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনীটির একটি দল। দলের সদস্য উপপরিদর্শক (এসআই) কাজী আরিফ আহম্মেদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) রোমান মিয়া ফোর্সসহ মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুর এলাকার বাদে ফতেহপুর বরাকের পুল এলাকায় হানা দেন। এ সময় ট্রাক থেকে আনলোড করে কাভার্ড ভ্যানে লোড করার সময় ভারতীয় বিপুল অবৈধ প্রসাধন সামগ্রীসহ তিন জনকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, আটক জাহাঙ্গীর আলম এই বিপুল পরিমাণ অবৈধ পণ্য চোরাচালানের মূল হোতা। তিনি সিলেট নগরীর এয়ারপোর্ট থানার চাঁদনীবন এলাকার বাসিন্দা।
এ ছাড়া আটক করা ট্রাকচালক নাছিম উদ্দিনের বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাট থানার উজান ফতেপুর গ্রামে এবং ফজলু মিয়ার বাড়ি দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর গ্রামে।