ময়মনসিংহে ধ্বসে পড়া সেতু পরিদর্শনে সওজের কারিগরি দল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলের ঘাটে ওভারলোডের কারণে ধ্বসে পরা স্টিলের ব্রিজ পরিদর্শন করেছে ঢাকা থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কারিগরি দল। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কারিগরি দলের প্রধান সড়ক ও জনপথের ব্রিজ ডিজাইন বিভাগের বিশেষজ্ঞ প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন পরিদর্শন শেষে মতামত দেওয়ার কথা রয়েছে।
এছাড়া গতকাল বুধবার (২৬ এপ্রিল) রাতে ময়মনসিংহ সওজের উপসহকারী প্রকৌশলী আব্দুল হালিম বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে বুধবার রাতে ময়মনসিংহ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন বলেন, ‘পাওয়ার গ্রিড কোম্পানি বিপিজিসিয়ের ৮০ টন ওজনের একটি ট্রান্সফরমার নিয়ে লড়িটি ব্রিজে ওঠায় এ ঘটনা ঘটে। ব্রিজটির মাঝখানে প্রায় একশ দশ ফুট অংশ ধ্বসে পড়েছে। কারিগরি দল ব্রিজটি পরিদর্শন করে মতামত দেবে। তাদের মতামত অনুয়ায়ী ব্রিজ মেরামতের কাজ শুরু করা হবে।’
বুধবার সন্ধ্যার দিকে বিকট শব্দে ব্রিজটি ধ্বসে পরে। এসময় ব্রিজে থাকা একটি প্রাইভেটকার লড়ির নিচে চাপা পরায় দুই যাত্রী আহত হন। পরে ত্রিশাল পুলিশ, দমকল বিভাগ ও স্থানীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঘটনাস্থলে থাকা ত্রিশাল থানার এএসআই শাহ আলম বলেন, ‘চার লেন সড়কের দুই লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো যানজট নেই। যানজট যাতে না হয় এজন্য পুলিশ কাজ করছে।’