ময়মনসিংহে প্রতিপক্ষের গুলিতে যুবক আহত
ময়মনসিংহে তুচ্ছ ঘটনায় গুলিতে একজন আহত হয়েছেন। আহত ওই ব্যক্তির নাম বাদশা মিয়া (৩০)। আজ রোববার সকাল ১০টার দিকে নগরীর র্যালির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত বাদশার বাবা মিনার হোসেন বাদী হয়ে তিনজনের নামে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ সন্ধ্যায় তথ্য নিশ্চিত করেছেন। মামলার আসামিরা হলেন—নয়ন, মামুন ও সাব্বির।
মিনার হোসেন জানান, আজ সকালে একটি দোকানে সাব্বির নামে এক যুবক সিগারেট পান করছিলেন। এসময় মিনারের ভাগনে শিপু তাকে দূরে গিয়ে সিগারেট টানতে বলেন। এতে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় সাব্বির নয়ন নামে একজনকে ফোন করে ডেকে আনেন। নয়ন এলাকায় এসে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে চলে যান।
পরে মিনারের ছেলে বাদশা নয়নের কাছে গুলির ঘটনা জিজ্ঞেস করতে যায়। গ্রামীণ ব্যাংক অফিসের সামনে বাদশাকে দেখেই গুলি করে নয়ন। গুলি বাদশার পেট ফুঁড়ে বেড়িয়ে যায়। পরে কয়েকজন মিলে আহত বাদশাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ওসি মো. শাহ কামাল আকন্দ। পরে ওসির প্রচেষ্টায় চিকিৎসা চলে বাদশার।
বাদশার ছোট ভাই শাহজাদা বলেন, ‘বাদশা ভাই এলাকায় মাদক ব্যবসার বিরোধিতা করে আসছিলেন। নয়ন ও সাব্বির মাদক ব্যবসায়ী। আগে থেকেই বাদশার ওপর নয়ন ক্ষিপ্ত ছিল। আজ সুযোগ কাজে লাগিয়েছে।’
ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘ঘটনার পর আহত বাদশার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে তার বাবা একটি মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।’