ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে চলছে জোর প্রস্তুতি
ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।
সভামঞ্চ ও জনসভাস্থলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে মাঠের নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা এসে পৌঁছেছেন। এছাড়া নিরাপত্তা ব্যবস্থার সার্বিক দিক নিয়ে কাজ করছে ময়মনসিংহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের সদস্যরা। ইতোমধ্যে র্যাব-১৪ এর একটি উচ্চপর্যায়ের দল জনসভাস্থল পরিদর্শন করেছে।
ময়মনসিংহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-১৪) অধিনায়ক মো. মহিবুল ইসলাম খান আজ বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জনসভাস্থল পরিদর্শন করেন।
এ সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু, র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনসহ র্যাবের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাব-১৪ অধিনায়ক মো. মহিবুল ইসলাম খান বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জনসভার ভেন্যুতে নিরাপত্তার নিশ্চিতে র্যাব-১৪ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রাপ্ত চাহিদার ভিত্তিতে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য নিয়োজিত থাকবে। জেলা পুলিশ ও নিরাপত্তা সংশ্লিষ্ঠ অনান্য সংস্থার যারা আছেন, তাদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে র্যাব।’
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর ঘিরে শহরে ব্যাপক জনসমাগম হবে। তাই ভেন্যুর পাশাপাশি শহরের আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের টহলসহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সমাবেশস্থলের নিরাপত্তায় র্যাবের ডগ স্কোয়াডও কাজ করছে।’
প্রসঙ্গত, আগামী শনিবার (১১ মার্চ) দুপুর ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। এর আগে সর্বশেষ ২০১৮ সালে একই মাঠে জনসভায় ভাষণ দিয়েছিলেন তিনি।