ময়মনসিংহে প্রয়াত বিএনপিনেতা মোশাররফ হোসেনের স্মরণসভা
ময়মনসিংহে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো এই স্মরণসভার আয়োজন করে।
স্মরণসভায় কালোব্যাজ ধারণ, দলীয় ও কালো পতাকা উত্তোলন, খাবার বিতরণ, কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
অনুষ্ঠানে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, মোফাখ্খার ইসলাম রানা, আক্তারুজ্জামান বাচ্চু, আক্তারুল আলম ফারুক, ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, জেলা যুবদলের সভাপতি রুকনুজ্জামান সরকার রুকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল আমিন খসরু প্রমুখ।
স্মরণসভায় নেতাকর্মীরা প্রয়াত সাবেক প্রতিমন্ত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণা করেন।
এর আগে আজ দুপুরে নগরীর হরিকিশোর রায় রোডের দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা যুবদল এবং প্রায়ত প্রতিমন্ত্রীর বাসায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের পৃথক আয়োজনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।
গত বছর এই দিনে এ কে এম মোশাররফ হোসেন মৃত্যুবরণ করেন। রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। প্রয়াত মোশাররফ হোসেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক শিল্প সচিব ও সংসদ সদস্য ছিলেন।