ময়মনসিংহে বিনামূল্যে ৬ হাজার রোগী পেল চিকিৎসাসেবা
ময়মনসিংহে ছয় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। নিউরো, কিডনি, গাইনি, শিশু ও চোখের রোগীরা এই সেবা পেয়েছেন। এসময় বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।
‘মানুষ থাকুক মানুষের পাশে, মানুষ বাঁচুক সুস্থতায়’—এই স্লোগান নিয়ে চরাঞ্চলের সিরতায় বিশেষায়িত ডা. শুভ হাসপাতালে আজ শুক্রবার ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে সেবা দেন।
বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, যুবলীগের জেলা সভাপতি অ্যাডভোকেট আজাহারুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের জেলা সভাপতি নুরুন্নাহার বেগম প্রমুখ।