ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
ময়মনসিংহ সদর উপজেলায় প্রতি বছরের মতো এবারও আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্রহ্মপুত্র নদের অষ্টাধর খেয়াঘাট থেকে তারাপুর সেনেরচর খেয়াঘাট পর্যন্ত নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। আয়োজক প্রতিষ্ঠান তারাপুর সেনেরচর নৌকা বাইচ সমিতি।
ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশেনের মেয়র ইকরামুল হক টিটু। আজ দুপুর ১২টার দিকে প্রতিযোগিতা শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় ব্রহ্মপুত্রের দুই তীরে হাজার হাজার উৎসুক নারী-পুরুষকে নৌকা বাইচ উপভোগ করতে দেখা গেছে।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে ২০টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নৌকাকে ফ্রিজ এবং রানার্সআপসহ অংশগ্রহণকারী নৌকাকে এলইডি টিভি দেওয়া হয়েছে।
অষ্টধর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আ. কাদেরের সভাপতিত্বে এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট পীযূষ কান্তি সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দ্বীন ইসলাম ফকরুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শিব্বির আহমেদ চৌধুরী মিরন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল (ভিপি রাসেল), যুব ও ক্রীড়া সম্পাদক আলহাজ রেজাউল হাসান বাবু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মমিনুর রহমান জিন্নাহ, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাসানিসহ স্থানীয় নেতারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজাউল আমিন ফারুক।